লতিবুর রহমান খান, বারহাট্টা (নেত্রকোণা) সংবাদদাতাঃ নেত্রকোণার বারহাট্টায় কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। সোমবার করোনা ভাইরাসের কারণে যে সব পরিবারের লোকজন কাজে যেতে পারছে না তাদের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণের মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, হাফ কেজি পেয়াজ, হাফ কেজি লবণ ও ১টি সাবান। ত্রাণ সামগ্রী পেয়ে কর্মহীন পরিবারের লোকজন খুবই খুশি হয়েছেন। উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম বলেন, করোনা ভাইরাসের কারণে যারা কাজ করতে পারছেন না, যাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে এমন ব্যক্তিদের খুঁজে বের করে ত্রাণ সামগ্রী সহায়তা দেওয়া হচ্ছে।
আরো পড়ুন>>> করোনায় সচেতনতায় আদর্শ কেন্দুয়ার মাস্ক বিতরণ