Friday, January 28, 2022

বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এস.এস.সি পরীক্ষায় ফলাফলে শীর্ষে

লতিবুর রহমান, বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি :

করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের প্রায় ৯ মাস পর ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ফলাফলে এর প্রভাব পড়েনি বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টিতে।

বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি উপজেলার ২০২১ সনের এস.এস.সি পরীক্ষায় শীর্ষে ফলাফল অর্জনকারী একটি শিক্ষা প্রতিষ্ঠান। বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টিতে ২০২১ সনে এস.এস.সি পরীক্ষায় ১২৩ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে কেহ ফেল করেনি। শতভাগ ফলাফল অর্জন করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজল হোসেন খান জানান, এবারের এস.এস.সি পরীক্ষায় আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ ফল অর্জন করেছে। অ+ অর্জন করেছে ১৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭ জন শিক্ষার্থী গোন্ডেন অ + অর্জন করে বারহাট্টায় সবার শীর্ষে রয়েছে । আমার প্রতিষ্ঠানটিকে নিয়ে ভবিষ্যতে যাতে আরও ভাল করতে পারি এ বিষয়ে উপজেলার বাসীর সার্বিক সহযোগিতা কামনা করি।

আরও পড়ুন: কেন্দুয়ায় নির্বাচনী প্রচারনায় সংঘর্ষ: আহত ২০

এই জাতীয় আরও সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ