মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৭ পূর্বাহ্ন
জাহাঙ্গীর আলম,নির্বাহী সম্পাদকঃ
মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয়’৭১ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা চট্টগ্রাম সিটি কর্পোরেশন চত্বরে অনুষ্ঠিত হয়। বিজয় ৭১’এর সাংগঠনিক সম্পাদক এস.ডি. জীবনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি সজল চৌধুরী’র সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সাংবাদিক সুজিত কুমার দাশ। সভায় মূল আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়–য়া, বীর মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, ব্যরিস্টার এস.এম কফিল উদ্দিন, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, কবি আশীষ সেন, ভানুরঞ্জন চক্রবর্ত্তী, সাংবাদিক আলী আহমেদ শাহিন, জসিম উদ্দিন চৌধুরী, সম্মিলিত মুক্তিযোদ্ধার সন্তান পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক লায়ন ডা: আর.কে রুবেল, আবদুল্লাহ আল মুরাদ, আবু হাসনাত চৌধুরী, মুকুল দাশ, এ্যাড. আশুতোষ দত্ত নান্টু, অমর কান্তি দত্ত, অমল নাথ, নোমান উল্লাহ বাহার, ডা: মাহমুদুল হাসান, সোমিয়া সালাম, ডা: অপূর্ব ধর, ডা: এস.কে পাল সুজন,জনি বড়–য়া, শীলা আক্তার, রিংকু ভট্টাচার্য, রপি দাশ, ডা: বরুণ কুমার আচার্য বলাই, প্রশান্ত চৌধুরী যীশু, ডা: এস.এম. কামরুজ্জামান,শবনম ফেরদৌসী, ছাত্রলীগ নেতা সাইমুল সিদ্দিকী হাসিম, ২৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা কারিম উদ্দিন, মো: আরাফাত, আসফিন আরিফ,কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা সিহাব উদ্দিন সামির, জয়ন্ত মজুমদার, মো: জিয়া রতিন চৌধুরী, ২৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জেসমিন রাকিব, মো: ইমতিয়াজ নেওয়াজ রাফি, মৃণাল দাশ, মো: রবিউল হোসেন রবি, মো: সাব্বির, কুতুব উদ্দিন। বক্তারা বলেন, জাতির
জনকের সপরিবারে হত্যাকান্ড ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়।এ হত্যাকান্ডের মাধ্যমে একটি স্বাধীন-সার্বভৌম ও অসাম্প্রদায়িক বাংলাদেশকে চিরতরে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত ছিল, কিন্তু হত্যাকারীদের উদ্দেশ্য সফল হয়নি। দেশ আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এ মুহুর্তে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হবে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরো ছিল সকাল ৮টায় কালো ব্যাজ ধারণ, সকাল ১০টা থেকে ফ্রি চিকিৎসা ক্যাম্প, বিকাল ৫টায় দোয়া ও মিলাদ মাহফিল এবং সন্ধ্যা ৬টায় লোকনাথ ধামে প্রার্থনার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।
Leave a Reply