বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর মুন্সিগঞ্জ জেলা কমিটি গঠন, মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারী শুক্রবার বিকাল ৩ টা মুন্সিগঞ্জের উনান রেস্তোরাঁয় মুন্সীগঞ্জের জেলা কমিটি অনুমোদন দেয়া হয় এবং মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাসেম সরদার (মাসুদ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাসির উদ্দীন উজ্জ্বল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলিস্হান পাতাল সড়ক মার্কেটের সভাপতি সোহরাব হাসান নান্নু ও মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, সহ উক্ত সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাসুদুর রহমান খান, মহাসচিব হাজবুল আলম জুলিয়েট, সদস্য গোল্ডেন এইচ এ শরিফ, ওমর ফারুক, এম ডি মিলন আহমেদ, মামুন জয়, রাফিউজ্জামান রাফি, জনি চন্দ্র দাস, এম ডি খালেদ আহম্মেদ।
এসময় অনুষ্ঠানের সভাপতি হাসেম সরদার (মাসুদ) পুনাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন, এতে সভাপতি হয়েছেন মো. আতাউর রহমান শামীম , সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম, সহ- সভাপতি আঃ হাই সরদার, মো.পারভেজ, মো. রাজীব ভুইয়া, মো.শকিল আহমেদ, মো. রবিন শেখ, মো.রনি আহমেদ, মো.বাবু বেপারী, মো.শরীফ হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন সিকদার আরিফ