13.7 C
New York
শনিবার, মে ৮, ২০২১

বৃহত্তর জৈন্তায় গ্যাস’র দাবীতে জৈন্তাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলণ

বিজ্ঞাপন

বৃহত্তর জৈন্তায় গ্যাস সংযোগের দাবীতে জৈন্তা জনদাবী পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলণ গতকাল শনিবার বিকাল ৩টায় জৈন্তাপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে জৈন্তা জনদাবী পরিষদের সভাপতি এডভোকেট নাছির উদ্দিন বলেন ১৯৫৬ সালে বাংলাদেশের প্রথম গ্যাস কূপ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর অঞ্চলে আবিস্কৃত হয়। কিন্তু অদ্যবদি বৃহত্তর জৈন্তায় গ্যাস সরবরাহ করা হয়নি। ১৯৯৭ ইং সালে জৈন্তাপুর উপজেলার ৪/৫টি গ্রামে গ্যাস সংযোগ প্রদান করলেও তা বর্তমানে ব্যবহার অনুপযোগী বলা চলে। এর পর দীর্ঘ অপেক্ষার পর কর্তৃপক্ষ গ্যাস সংযোগ প্রদানের অঙ্গিকার বরখেলাপ করায় ২০১৩/২০১৫ ইং মেয়াদ কালে পূনরায় গ্যাস প্রাপ্তির দাবীতে বৃহত্তর জৈন্তায় আন্দোলন শুরু হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষ এলাকার ন্যায্য দাবীর প্রতি কোন সাড়া দেয়নি।

বিজ্ঞাপন২০১৮ ইং সালে তৎকালীন সংসদ সদস্য বর্তমান প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ জাতীয় সংসদে বৃহত্তর জৈন্তায় সংযোগ সহ গ্যাস সরবরাহের জোরালো দাবী উত্তাপন করলেও গ্যাস প্রাপ্তিতে জৈন্তাবাসী আজও উপেক্ষিত। তিনি আরো বলেন বৃহত্তর জৈন্তায় গ্যাস সংযোগ প্রদান করলে শিল্প-কারখানা গড়ে উঠবে। যার ফলে কর্মসংস্থান গড়ে উঠার পাশাপাশি বেকারত্ব দূরীকরণে বিরাট ভূমিকা রাখবে। আগামী দিনের সকল আন্দোলণে সবাইকে একত্রিত করে একটি বৃহত্তর কর্মসূচী পালনের উপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপনজৈন্তা জনদাবী পরিষদের সভাপতি এডভোকেট নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিকের উপস্থাপনায় সংবাদ সম্মেলণে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, মাওলানা রহমত উল্লাহ, এবিএম জাকারিয়া, ইমতিয়া আলী, সমাজসেবী আব্দুল হক, আব্দুস শুকুর, আতাউর রহমান বাবুল, দেলোয়ার আহমদ মাসুক, হুমায়ুন কবীর খান, হাফিজ মাওলানা ফখরুদ্দিন, আব্দুল হাফিজ, ইলিয়াছ উদ্দিন লিপু, ইঞ্জিনিয়ার হেলাল আহমদ, মাওলানা তাফাজ্জুল হক, মাওলানা জয়নাল আবেদীন, বেলাল আহমদ, মাওলানা বিলাল উদ্দিন, মাওলানা শরিফ উদ্দিন, আবুল হাসিম, এনামুল হক, শামীম আহমদ প্রমুখ।

বিজ্ঞাপন

আরো পড়ুন>>> যুগান্তরের প্রতিষ্ঠাতার মৃত্যুতে দেলদুয়ারে শোকসভা ও দোআ মাহফিল

বিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

x