13.7 C
New York
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

বেড়া পৌরসভার বরখাস্তকৃত মেয়র আব্দুল বাতেনের পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো. রাউজ আলী, পাবনা প্রতিনিধি

বিজ্ঞাপন

পাবনার বেড়া পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে ২১ অক্টোবর, ২০২০ (বুধবার) বিকেলে চতুর বাজার ইছামতি বিচিত্রা বিতান বণিক সমিতি লিঃ ও হাট কমিটির সদস্যরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিজ্ঞাপন

বাজার বণিক সমিতির সভাপতি ও সাঁথিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল ও বণিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর নেত্রীবৃন্দ।বিজ্ঞাপন

এ সময় সকলের উপস্থিতিতে উক্ত বিক্ষোভ মিছিলে মিজানুর রহমান উকিল বলেন, অবিলম্বে আমাদের মেয়র মহোদয়ের বিরুদ্ধে বেড়া ইউএনও ও জামাত বিএনপির করা ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সেই সাথে বেড়া ইউএনও কে প্রত্যাহার করতে হবে। আমরা আজ সামান্য শুধু বিক্ষোভ মিছিল করেছি মাত্র। কাল আমার সারা দিন বেড়া ও সিএন্ডবি বাজারে হরতাল-অবরোধ পালন করবো। তিনি আরও বলেন, হরতাল-অবরোধ করে কাজ না হলে আমরা ইউএনওর অফিস ঘেড়াও করবো। আমাদের দাবী না মানা পর্যন্ত আমাদের কর্মসূচী চলমান থাকবে।

আরো পড়ুন>> সিরাজদিখানে হারানো মোবাইল উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x