13.7 C
New York
সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

ভাষা সৈনিক ডাঃ এম এ হামিদ খান আর নেই

বিজ্ঞাপন

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা শহরের সাতপাই নিবাসী প্রবীণ চিকিৎসক ও বিশিষ্ট সমাজ সেবক, ভাষা সৈনিক ডাঃ এম এ হামিদ খান বার্ধক্যজনিত কারণে গত শনিবার রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে – রাজিউন)।

বিজ্ঞাপন
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, নেত্রকোনা ডায়াবেটিক সমিতির সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, কমিউনিটি পুলিশিং কার্যক্রমসহ নানা সমাজ সেবা মূলক কার্যক্রমে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সর্বস্তরের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন
নেত্রকোনা জেলা প্রেসক্লাব, ডায়বেটিক সমিতি, নেত্রকোনা ড্রাগিষ্ট এন্ড ক্যামিষ্ট সমিতি, নেত্রকোনা রেড ক্রিসেন্ট সোসাইটি, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, নেত্রকোনা সাহিত্য সমাজ, দুর্বার গোষ্ঠী, মিতালী সংঘ, উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার বাসভবনে গিয়ে কফিনে ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। রবিবার বাদ জোহর নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে প্রথম জানাযা এবং তার নিজ বাড়ি পূর্বধলা উপজেলার বৈরাটী ইউনিয়নের মাথাং গ্রামে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন
তার মৃত্যুতে নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান, জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, জেলা প্রশাসক ও জেলা প্রেসক্লাবের সভাপতি মঈনউল ইসলাম, বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন>>> বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ১২ ঘন্টা সম্প্রচার চলবে

ট্যাগ: ভাষা সৈনিক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x