করোনা কালীন সময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ায়, যুব সমাজ অবসর থাকায় মাদকসহ বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। যুব সমাজ কে ব্যস্ত রাখতে এবং ভালোর দিকে অগ্রসর হতে এখন বেশি বেশি খেলাধুলার আয়োজন করা উচিৎ।
সোমবার টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে শীতকালীন ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোদন কালে এমন কথা বলেন হাসাইল বানারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো.বাবু হাওলাদার। এ সময় তিনি আরো বলেন, একটি সুষ্ঠ সমাজ গঠনে যুবকদের ভূমিকা অপরিসীম। আর যুবকরাই যখন বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে তখন ওই সমাজটি অনেক পিছিয়ে যায়।
যখন যুব সমাজ খেলাধুলায় ব্যস্ত থাকে তখন খারাপ কাজ থেকে বিরত থাকে। তাই আমাদের উচিৎ বেশি বেশি খেলাধুলার আয়োজন করা।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ডের সভাপতি মো.আজগর মেলকার, নজির সরকার, মিজানুর রহমান বেপারী, টঙ্গীবাড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আপন সরদার, হাসাইল বানারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.নিশাদ মেলকার, আয়োজক কমিটির সদস্য মো.সবুজ মাদবর, মালেক গাজীসহ আরো অনেকে।