13.7 C
New York
সোমবার, জানুয়ারি ২৫, ২০২১

মিরকাদিম পৌরসভার নগর কসবা গ্রা‌মের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব গিয়াসউদ্দিন মুন্সী আর নেই

বিজ্ঞাপন

মুন্সীগন্জ সদর উপ‌জেলার মিরকাদিম পৌরসভার ৯নংওয়া‌র্ডে নগর কসবা জিরানন্দ পট্টির বিশিষ্ট সমাজ ও ব্যবসায়ী আলহাজ্ব গিয়াসউদ্দিন মুন্সী সাহেব আজ সকাল সকাল ৮ ঘ‌টিকার সময় ইন্ত‌েকাল ক‌রে‌ছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। তিনি কিছু দিন যাবৎ শারীরিক সমস্যায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

তিনি নগর কসবা গ্রামের মরহুম মরন মুন্স‌ী সা‌হেব‌ের মেঝো পুত্র । মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত দেহ দেখতে এই করোনা কালীন সময়ও শত শত মানুষ ভীড় করছে। আজ রাতে মরহুমের জানাজা নামাজ শেষে নগর কসবা জা‌মে মস‌জি‌দের কবরস্থানে দাফন করা হ‌বে ।

তার এই অকাল মৃত্যু‌তে মিরকা‌দিম পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্স‌িলার হাজী মোঃ সো‌হেল ম‌নির গভীর শোক প্রকাশ ক‌রেন ।
উল্ল‌েখ্য তিনি স্হানীয় সাংবা‌দিক মোঃ‌লিটন মাহমুদ‌ের মামা ।

বিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ সংবাদ

x