মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতনকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। আজ রবিবার বিকালে পৌর শহরের শহীদ উসমান গণি ময়দানে এ সংবর্ধনার আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুল হকের সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, নব নির্বাচিত মেয়র লতিফুর রহমান রতন, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম রসুল তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক নূর খান মিঠু, মোহনগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জা আব্দুল গণি, শামছুল হক মাহবুব, আহম্মদ আলী চৌধুরী হীরা, গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক হাবিবুর রহমান খান, যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার হোসেন,ইয়াসির আরাফাত রনি প্রমুখ।
আরো পড়ুন: পাঠকের ভালবাসায় সিক্ত দৈনিক সকালের সময়” চট্টগ্রাম ব্যুরো পরিবার’