13.7 C
New York
শুক্রবার, ফেব্রুয়ারি ২৬, ২০২১

ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালন।।

আরিফ রববানী, ময়মনসিংহ।।

বিজ্ঞাপন

ময়মনসিংহে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহিদদের স্মরণে আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক, মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, এনডিসি, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, পুলিশ সুপার ময়মনসিংহ মোহাঃ আহমার উজ্জামান ( পিপিএম- সেবা), ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এর আগে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা সৈনিকদের শ্রদ্ধাভরে স্মরণ করেন জেলা প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে ময়মনসিংহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা।

আরও পড়ুনঃ ময়মনসিংহের চর নিলক্ষীয়া ইউপি’তে সাংবাদিক ও নেতাদের ম্যানেজের নামে প্রায় দুই লাখ টাকা আত্মসাৎ!

বিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ সংবাদ

x