মহান একুশে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন ময়মনসিংহ জেলাবাসী।
অপরদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান একুশে ফেব্রুয়ারী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে প্রভাতফেরি শেষে সকাল ৯ ঘটিকায় শহীদ মিনারে বঙবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলার সভাপতি সাবেক ছাত্রনেতা শিবলী সাদিক খান ও মহানগর শাখার সভাপতি শাহ রেজাউল করিম রেজার নেতৃত্বে শহীদ মিনার ও ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা এম শামসুল হক মঞ্চের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা।
এসময় মময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের অন্যতম নেতা হুমায়ূন কবির লাভলু,সুলতান মাহমুদ, শাহীন,আবুল কালাম, মোহাম্মদ ওমর ফারুক, মোস্তাকিম মামুন, মুক্তি, মোহন, আবুল কালাম আজাদ, এম বাহাদুর, মারুফ, অপু প্রমুখ নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদের স্বরণ করলো দেওয়ানগঞ্জের মানুষ