জামালপুর জেলার পশ্চিম উত্তর পাশে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন চরাঞ্চলে গত দশ বছর যাবত এক শিশুকে শিকলে বেঁধে রাখা হয়েছে। শিশুটির মায়ের নাম হামিদা খাতুন ও পিতার নাম রফিকুল ইসলাম।
সন্তানটি জন্মান্ধ ও অটিজম। তিন বছর বয়স থেকে আজ পর্যন্ত শিকলে বন্ধী রয়েছে। শিশুটির মা হামিদা খাতুন জানান শিশুটি জন্মগত ভাবে দৃষ্টি প্রতিবন্ধী পাগল ছিলো।
লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতালের সহায়তায় চোখের দৃষ্টি কিছুটা ফিরে এলেও অটিজম নির্মুল করা যায় নি। আসেপাশে লোকজনদের অতিষ্ঠ ও আক্রমন করায় গত দশ বছর যাবৎ শিকলবন্দী করে রাখা হয়েছে।
সমাজ সেবক ও স্থানীয় প্রাঃ বিদ্যালয় সভাপতি রফিকুল ইসলাম জানান প্রতিবন্ধী ভাতা সহ সরকারের দেয়া সকল সুযোগ সুবিধা তার জন্য নিশ্চিত করা হয়েছে।
দেখা গেছে শিকলবন্দী শিশুটি সারা গায়ে মাটি মেখে খেলা করছে, তার পাশে মানুষের উপস্থিতি বুজতে পেরেই ধুলো মাটি ছিটিয়ে দিতে থাকে। প্রতিবেশি আব্দুল মালেক জানান বারবার নদী ভাঙ্গনের ফলে ভিটে মাটিহীন এই পরিবারের মানুষ গুলো অর্থের অভাবে শিশুটিকে ঠিক মতো সুচিকিৎসা করাতে পারেনি। চিকিৎসা পেলে হয়তো ভালো হতো।
আরও পড়ুনঃ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন, সাতকানিয়া পৌর মেয়র পদে গোলাম ফারুক ডলার