Friday, January 28, 2022

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করলেন স্বপ্ন পূরণ নর নারী উন্নয়ন সংস্থা

স্টাফ রিপোর্টার::

ময়মনসিংহ শুক্রবার ১৪ জানুয়ারি ২০২২ খ্রি:
ময়মনসিংহে স্বপ্ন পূরণ নর নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ জন দরিদ্র শিশু ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় কাচিঝুলি গ্রীন পয়েন্ট রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন পূরণ নর নারী উন্নয়ন সংস্থার সভাপতি আফসানা আক্তার সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, প্রথম বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ময়মনসিংহের আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালীউল্লাহ, ময়মনসিংহ জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি সৈয়দা রোকেয়া আফসারী শিখা, ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম, ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শিবলী সাদিক খান, জেলা মহিলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমা ইয়াসমিন কলি, বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজহারুল আলম, স্বপ্ন পূরণ নর নারী উন্নয়ন সংস্থার সহসভাপতি জাহাঙ্গীর আলম, স্বপ্ন পূরণ নর নারী উন্নয়ন সংস্থা উপদেষ্টা খোরশেদ আলম প্রমুখ নেতৃবৃন্দ।

এই জাতীয় আরও সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ