13.7 C
New York
মঙ্গলবার, আগস্ট ৩, ২০২১

শেরপুরের ঝিনাইগাতীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধি।

বিজ্ঞাপন

‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’-এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার সকাল ১০ টায় ঝিনাইগাতী সদর, মালিঝিকান্দা, হাতীবান্দা, কাংশা, ধানশাইল, নলকুড়া ও গৌরীপুর ইউনিয়নে একযোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাধারণ নারীর পাশাপাশি পুরুষরাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, ঝিনাইগাতী থানার ওসি মোঃ ফয়েজুর রহমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ারুল্লাহ, যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলমসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

অপরদিকে, মালিঝিকান্দা ইউনিয়নের ৭নং বিটের নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন, ওসি তদন্ত সরোয়ার হোসেন, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম খান, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা, বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলী মাষ্টার, জাসদের উপজেলা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামসহ আরো অনেকেই।৩ নং নলকুড়া ইউনিয়নে,মোঃ মজনু মিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান , এসআই আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম মিলন, লোকমান হোসাইন, মহিলা নেএি সিউলী খাতুন। সকল বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। এসময় জরুরী সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন পুলিশের কর্মকর্তারা।

আরো পড়ুন>> ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১২০৯, মৃত্যু ২৩

বিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

x