জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবু ‘শেরে বাংলা স্মৃতি পদক-২০২০ লাভ করেছেন।
জানা যায়, ঢাকাস্থ কচি-কাচা মিলনায়তন, ৩৭/এ, সেগুনবাগিচার অগ্রগামী মিডিয়া ভিশন নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওবায়দুল হক বাবুকে অগ্রগামী মিডিয়া নির্বাহী পরিচালক এম এ গোলাম ফারুক মজনু এবং এ কে ফজলুল হক গবেষনা পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্শুব মোর্শেদর যৌথ স্বাক্ষরিত এই সম্মাননা পত্রে উল্লেখ করা হয়,
করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় অসামান্য কৃতিত্বের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে সনদ ও ক্রেষ্ট সম্মাননা প্রদান করা হয়। সনদে মহতি কর্মকান্ড দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবু জানান, আমি প্রতি নিয়তই নদীভাঙ্গণ কবলিত, জরাজীর্ণ এই ইউনিয়নের গরীব দুঃখী মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছি।
বর্তমানে আমার উপর দেয়া দায়িত্ব যেন আরো সঠিকভাবে পালন করতে পারি। সেজন্য কুলকান্দি ইউনিয়নবাসীর দোয়া, আর্শীবাদ ও সহযোগীতা কামনা করছি।
আরও পড়ুনঃ আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন গীতিকার সুজন হাজং