13.7 C
New York
রবিবার, এপ্রিল ১১, ২০২১

শ্রীনগরে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত

মো: মুজাহিদ খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

বিজ্ঞাপন

শ্রীনগরে নতুন করে ১১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জন নারী ও ৭ জন পুরুষ। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৮৪। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৪৪২ জন। গত বুধবার সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ বছরের এক নারী।

বিজ্ঞাপন

এনিয়ে শ্রীনগরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার গোল্ডেন সিঠিতে পুরুষ ১ জন, দেউলভোগে পুরুষ ১ জন, শ্রীনগরে ১ জন পুরুষ ও ১ জন নারী, ঘোলঘরে ২ জন নারী ও ১ জন পুরুষ, উমপাড়ায় ১ জন পুরুষ, রুসদীতে ১ জন নারী, সাতগাঁওয়ে ১ জন পুরুষ ও পশ্চিম আটপাড়ায় ১ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়। ৮ এপ্রিল বৃহস্পতিবার বিকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বুধবার সকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাঃ শংকর কুমার পালের মাতা মারা যান। তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। করোনা মোকাবেলায় সবাইকে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ ময়মনসিংহের ত্রিশালে ধান কাটা, মাড়াইয়ে কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর

বিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

x