Friday, January 28, 2022

শ্রীনগরে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১০

মোঃ মুজাহিদ খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ফেরিঘাটের সামনে সকাল ৮ টার দিকে এই ঘটনা ঘটে। লাশটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত বাসযাত্রীর নাম মো. রিয়ান মিয়া (২২)। আহত শিব শংকর (৩০, সাথি (১৭), নুপুর রানী (৩১), শিশু সুপ্রিম (২), রাকিব ফরাজী (১৯), দুলাল (৩৭), মিলন (২৫) মিরাজ (২৮), ইমরান (৩০) ও মিল্টনকে (৩২) উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন। 

তিনি জানান, মাওয়াগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫৭৬১২) অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। 

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ জানান, ঘটনাস্থলে ১ জন নিহত হয়। লাশটি হাইওয়ে থানায় আছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহে অনুর্ধ্ব ১৮ জাতীয় মহিলা T-20 ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু 

এই জাতীয় আরও সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ