13.7 C
New York
বৃহস্পতিবার, অক্টোবর ২১, ২০২১

শ্রীনগরে ১২টি ভেসাল উচ্ছেদ

মো: মুজাহিদ খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

বিজ্ঞাপন

শ্রীনগর উপজেলার কোলাপাড়া ও পাটাভোগ এলাকার বিভিন্ন খালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ১২টি নিষিদ্ধ ভেসাল উচ্ছেদ করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার গাবতলা, নাওপাড়া, দাসপাড়া, দোগাছি ও বাসাইভোগ এলাকার বিভিন্ন খালে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার মো. সজিব আহমেদ। এসময় একটি মামলায় এক ব্যক্তিকে অবৈধভাবে ভেসাল স্থাপনের অপরাধে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। এ সময় শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা জানান, আড়িয়াল বিলের সাথে সংযোগকৃত বিভিন্ন খালে ভেসাল দিয়ে পোনা মাছ নিধন করায় মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে। উপজেলা প্রশাসন নিষিদ্ধ ভেসালের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ ভেসাল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: রংপুরে সাংবাদিক সংগঠনের নেতৃত্বের দ্বন্ধে নারী সাংবাদিক আফরোজাসহ ৫জন আহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x