শ্রীনগরে সম্মিলিত বিশেষ কম্বিং অপারেশন’র দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ভ্রাম্যমাণ অভিযানে ৫ জেলেকে আর্থিক জরিমানা করা হয়েছে।
রোববার সকালে উপজেলার বালাশুর নতুন বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার প্রত্যেক জেলেকে ২ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, নিষিদ্ধ জাটকা মাছ বিক্রি ও ধরার অপরাধে তাদেরকে এই আর্থিক জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, র্যাব-১১’র কোম্পানী কমান্ডার জেলা সহকারী পুলিশ সুপার প্রণব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম প্রমুখ।
আরো পড়ুন: কলমাকান্দার চৈতানগর গ্রামকে খোলা পায়খানা মুক্ত ঘোষণা