13.7 C
New York
বৃহস্পতিবার, অক্টোবর ২১, ২০২১

শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা

মোঃ মুজাহিদ খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

বিজ্ঞাপন

শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।  

বিজ্ঞাপন

শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমর ঘোষ, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান মামুন। উপজেলা আ’লীগের উপদেষ্টা ও ষোলঘর ইউপি চেয়ারম্যান আলহাজ আজিজুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নবীন রায়, সুধীর চক্রবতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ মোখলেছুর রহমান, শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ আল মামুন, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি ও শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায় ও প্রদীপ মাস্টার, তাপস কুমার দাস, কাজল দাস, গোবিদ্দ পোদ্দার, বাসুদেব সাহা প্রমুখ।

আরও পড়ুন: শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেসাল উচ্ছেদ ও আর্থিক জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x