জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারস্থ পাইছা পট্টি পাটের গোডাউনে আগুন লেগে দুইশত মন পাট পুড়ে গেছে।
আজ ২৪শে জানুয়ারি রবিবার রাত সাড়ে ৮টার সময় পাট গোডাউনে আগুনের দূর্ঘটনাটি ঘটে।
আগুন লাগার কারণ জানা না গেলেও অনেকে ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বিড়ির আগুন হতে আগুন লাগতে পারে বলে জানা যায়। সাকোয়াত হোসেন নামে একজন জানান ডাংধরা ইউনিয়নের আঃ ছাত্তার পুড়ে যাওয়া পাটের মালিক।
তবে খবরটি প্রকাশের আগ পর্যন্ত আগুনটি নিয়ন্ত্রনে আসছে।
সাংবাদিক সিদ্দিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন