13.7 C
New York
মঙ্গলবার, আগস্ট ৩, ২০২১

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাও‌র বিলাসে মেতেছেন ন্যা‌ন্সি

বিজ্ঞাপন

কোনো অনুষ্ঠা‌নে যোগ দি‌তে নয়, সুনামগঞ্জে পর্যটন স্পটগুলোতে ঘুরতে এসেছেন দে‌শের জন‌প্রিয় কন্ঠ‌শিল্পী নাজমুন মু‌নিরা ন্যা‌ন্সি। যিনি কন্ঠ‌শিল্পী ন্যা‌ন্সি না‌মেই প‌রি‌চিত।

বিজ্ঞাপন

জন‌প্রিয় এই শিল্পী শুক্রবার, ১৭ জুলাই সুনামগ‌ঞ্জের পর্যটন স্পট হি‌সে‌বে প‌রি‌চিত তা‌হিরপু‌রের নয়না‌ভিরাম জায়গাগু‌লো ঘু‌রে দে‌খেন। এসময় তার সঙ্গে ছিলো পরিবারের সদস্যরাও।বিজ্ঞাপন

‌স্পিডবো‌ট যোগে তা‌হিরপু‌রের টাঙ্গুয়ার হাওর ঘু‌রে দেখার পর শহীদ সিরাজ লে‌ক ঘু‌রে দে‌খেন। সেখা‌নে তি‌নি ছ‌বিও তো‌লেন।
সামা‌জিক যোগা‌যো‌গের মাধ্যম তার ফেসবু‌কে পে‌জে শহীদ সিরাজ লে‌কে উঠা ছ‌বিটি পোস্ট ক‌রেছেন তিনি।

এর আ‌গে টাঙ্গুয়ার হাও‌রে স্পিট‌বো‌টে ফেসবুক লাই‌ভে ন্যা‌ন্সি ব‌লেন, ‘অদ্ভুত, অপূর্ব সুন্দর টাঙ্গুয়ার হাওর। এখান থে‌কে পাহাড় দেখা যায়। বৃ‌ষ্টি, বাতাস এক সঙ্গে অসাধারণ লাগ‌ছে। অ‌নেক দিন পর বের হলাম, ভা‌লো লাগ‌ছে। সবাই সাবধা‌নে থাক‌বেন, ভা‌লো থাক‌বেন।’

বিজ্ঞাপন

আরো পড়ুন>>> মোবাইল অপারেটরগুলোর বিনামূল্যে ফেসবুক ব্যবহারের প্যাকেজ বন্ধবিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

x