আজ ৩০শে অক্টোবর ২০২০ রোজ শুক্রবার স্বপ্নকথা সাহিত্য পরিষদ- স্বসাপ (সিলেট বিভাগ) ‘স্বসাপ মিলন মেলা এবং জ্ঞান অন্বেষণমূলক প্রতিযোগিতা’য় অংশ নেয় একঝাঁক তরুণদল, কবি- সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীরা। ইউনিভার্সিটি – কলেজ ও স্কুল পর্যায়ে আবৃত্তি- সংগীত ও উপস্থিত বুদ্ধির বিশেষ প্রতিযোগীতায় ৫টি ধাপে অংশ গ্রহন করে ১ম,২য় ও ৩য় স্থানে সেরা পুরষ্কার জিতে নেন ১৫ জন তরুণ প্রতিযোগীরা।
কবি সম্পাদক প্রকাশক ও স্বসাপ প্রতিষ্ঠাতা রোকসানা সুখী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন লে. কর্নেল এম আতাউর রহমান (সাবেক অধ্যক্ষ মদন মোহন কলেজ) উদ্বোধক ছিলেন মোঃ মোসাদ্দিক হোসেন সাজু(সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাব) প্রধান আলোচক ছিলেন মাহমুদুল হাসান নিজামী( কবি- সম্পাদক- সংগঠক ও বহু গ্রন্থপ্রণেতা) আলোচক ছিলেন আলমগীর জুয়েল(বিশিষ্ট কবি ও সংগঠক) শফিকুর রহমান চৌধুরী (বিশিষ্ট কবি, সংগঠক ও সাংবাদিক) বিশেষ অতিথি ছিলেন রবি সরকার( সভাপতি প্রাচ্যবাংলা সাহিত্য পরিষদ) মেজবাউল হাসান( কবি ও উপদেষ্টা স্বসাপ) কামরুল হাসান সিকদার( কবি ও সহ- সভাপতি স্বসাপ) সাহানিন সুলতানা(মহিলা বিষয়ক সম্পাদক- স্বসাপ), স্বাগত বক্তা ছিলেন- শাহাদাৎ চৌধুরী (কবি ও সংগঠক) সাংগঠনিক বক্তা ছিলেন- জাকিয়া রুমা(কবি ও সাধারণ সম্পাদক- স্বসাপ)।
আরো পড়ুন: রোকসানা সুখী’র কবিতা- বজ্রগতি