13.7 C
New York
বুধবার, আগস্ট ৪, ২০২১

টঙ্গীবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সেকুল ইসলাম দেওয়ানের দাফন সম্পূর্ণ।

বিজ্ঞাপন

আপন সরদার –

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মুক্তিযোদ্ধা সেকুল ইসলাম দেওয়ান কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু।

বৃহস্পতিবার বাদ যোহর টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় হাসাইল সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উছেন মে, টঙ্গীবাড়ী থানার এস,আই,মফিজল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

এর আগে জানাজা নামাযে উপস্থিত ছিলেন, হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, আওয়ামী লীগ সভাপতি আনিসুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সেকেন্ড কমান্ডার শাহজাহান,কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার,    বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আহাদুজ্জামান সোহেল, বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আপন সরদার প্রমুখ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সেকুল ইসলাম দেওয়ান (৭২) বৃহস্পতিবার ভোরে বার্ধক্যজনিত কারণে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

x