জৈন্তাপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত
জৈন্তাপুর উপজেলায় ভূমি সম্পর্কে সচেতনতা তৈরী ও ভূমি মলিকের অধিকার প্রতিষ্টা এবং স্মাট ভূমিসেবা ই-নামজারী ও অনলাইনে ভূমির খাজনা পরিশোধকে গতিশিল করার লক্ষ্যে সারাদেশের ন্যায় সিলেটের জৈন্তাপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৩’র উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজলো ভূমি অফিসের আয়োজনে ২২মে সোমবার সকাল ১১টায় সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। জৈন্তাপুর উপজেলার ৬ টি ইউনিয়রে ১৬৩ মৌজার জনসাধারণের জন্য স্মাটসেবা প্রদানের লক্ষ্যে ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠারে সভাপতি।
উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবীর সঞ্চালনায় উপজেলা হলরুমে উনমুক্ত আলোচনা সভায় অংশ গ্রহন করেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা এ বি এম খায়রুল আলম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্দুর রশিদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ভূমি অফিসের সার্বেয়ার আব্দুর রকিব, নাজির আব্দুল মজিদ, জৈন্তাপুর ইউনিয়ন ভূমি অফিসের তফসিলদার আব্দুল খালিক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী দ্রæব জ্রতী, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী আব্দুস সালাম, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, রিকসা চালক সমভায় সমিতির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: মোহনগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত