বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে মোহনগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী পুরোহিত রামগিরি ও তার সমর্থক বিজেপি'র সাংসদ নিতেশ নারায়ণকে গ্রেপ্তারের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর দুইটার দিকে বাংলাদেশ ইসলামী আন্দোলন মোহনগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
মোহনগঞ্জ পৌরশহরের বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে স্টেশন চত্ত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোখলেছুর রহমান, সহসভাপতি মাওলানা মোফাজ্জল হোসেন, পৌর শাখার সভাপতি মুফতি নুরে আলম জিহাদী, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সোলাইমান ফারুকী, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হাবিব, সাধারণ সম্পাদক হাফেজ সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগসহ উপজেলা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ভারতে আমাদের নবীকে নিয়ে যে কটুক্তি করার দুঃসাহস দেখিয়েছে তা সারাবিশ্বের মুসলমানদের হৃদয়কে রক্তাক্ত করেছে। মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের ফাঁসির দাবি জানান বক্তারা।
হাফিজুর রহমান চয়ন