দুর্গাপুরে সুসঙ্গ পাঠকেন্দ্রের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোনার দুর্গাপুরে শিশু কিশোরদের অংশগ্রহণে উদযাপিত হলো সুসঙ্গ পাঠকেন্দ্রের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার বিকেলে কুল্লাগড়া ইউনিয়নের রাণীখং এলাকায় আলোচনা সভা ও কেক কাটা হয় ।
আলোচনা সভায় সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, কবি জনপদ চৌধুরী, অন্তর হাজং, শাহীন,শরিফ আহমেদ, মিমি চৌধুরী,বৃষ্টি আক্তার,শ্যামাশ্রী হাজং সহ আরো অনেকে।স্বাগত বক্তব্য রাখেন সুসঙ্গ পাঠকেন্দ্রের প্রতিষ্ঠাতা মুর্শিদা আকন্দ।
বক্তারা বলেন,এই পাঠাগারটি দুর্গাপুর উপজেলার সৃজনশীল ব্যক্তিদের মনন ও মেধা বিকাশের সময়োপযোগী একটি পাঠশালা হিসেবে রুপান্তরিত হচ্ছে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিবিধ প্রকারের গ্রন্থ পাঠ করে শিক্ষার্থী,তরুণ-যুবকসহ সব শ্রেণির মানুষ জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করছেন। দেশের প্রতিটি এলাকায় এমন একটি করে পাঠাগার স্থাপিত হলে বদলে যেতে পারে চলমান সামাজিক অস্থিরতা, ক্ষয়িষ্ণু পরিবেশ। একটি জ্ঞানভিত্তিক, বুদ্ধিবৃত্তিক সমাজ-রাস্ট্রের আকাঙ্খা পূরণে সহায়তা করতে বড় মাত্রায় ভূমিকা রাখে পাঠাগার।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ শিশু কিশোরদের নিয়ে সুসঙ্গ পাঠকেন্দ্রের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় ।
আরও পড়ুন: বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে মোহনগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কলি হাসান