শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

পাগলায় নিগুয়ারীতে ছাড়পত্র বিহীন ১৬টি চলমান ইটভাটা ১টি বন্ধ!

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৭, ১৯ এপ্রিল ২০২৩

পাগলায় নিগুয়ারীতে ছাড়পত্র বিহীন ১৬টি চলমান ইটভাটা ১টি বন্ধ!

পাগলায় নিগুয়ারীতে ছাড়পত্র বিহীন ১৬টি চলমান ইটভাটা ১টি বন্ধ!

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা নিগুয়ারি ইউনিয়নের ১৭ টি ইটভাটা রয়েছে।যার মধ্যে ১৬টি পুরোদমে চলমান থাকলেও স্বার্থন্বেষী মহলের প্ররোচনায় প্রশাসন দিয়ে আইনের গ্যারাকলে বিবিবি ব্রিক্সটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে সকল ইটভাটা চলতে পারলে বিবিবি ব্রিকস ইটভাটা চলবে না কেন?

সরেজমিনে ঘুরে দেখা যায়, পাগলা থানার শুধু নিগুয়ারী ইউনিয়নে ১৭টি ইটভাটা চলমান। কিন্তু স্বার্থন্বেষীর বিভিন্ন স্বার্থ রক্ষা করার জন্য প্রশাসনের মাধ্যমে একটি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। জানা গেছে বিবিবি ব্রিকস নামক ইট ভাটার ইটের মান উন্নত হওয়ায়, অন্যান্য ইট ভাটার তুলনায় গ্রাহকদের চাহিদা বেশি। তাতেই অন্যান্য মালিকগন ঈর্শ্বানিত হয়ে প্রশাসনের মাধ্যমে  বিভিন্নভাবে হয়রানী করা সহ ইটভাটাটি বন্ধ করে দেয়া হয়।

ইটভাটার মালিক ওয়াহিদুজ্জামান জানান, একই এলাকায় পূর্বে ছয় জন যৌথ মালিকানাধীন এম বি বি ব্রিকস নামে একটি ইটভাটা ছিল। সেই ইটভাটার বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে   এক ব্যক্তি আদালতের মাধ্যমে অভিযোগ করলে প্রশাসন সেই এমবিবি ব্রিকস বন্ধ করে  সিলগালা করে দেয় ফলে এমবিবি ব্রিকস বন্ধ হয়ে যায়।

একই এলাকায় ওয়াহিদুজ্জামান বিবিবি ব্রিকস নামে একটি ইটভাটা স্থাপন করেন। সেই ইটভাটার উৎপাদিত ইটের মান ভালো হওয়ায় ক্রেতাদের কাছে চাহিদা বেড়ে যায়। তাতেই ঈর্শ্বানিত হয়ে বিবিবি ব্রিকস  এর বিরুদ্ধে, এমবিবি ব্রিকস নাম ভাঙ্গিয়ে প্রশাসনকে ভুলভাল বুঝিয়ে ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়। বাস্তব অর্থে এমবিবি ব্রিকস এর কোন অস্তিত্ব নেই।। বিবিবি ব্রিকস একটি নতুন ইটভাটা যার একক মালিক ওহিদুজ্জামান। তিনি যথাযথ পরিবেশ বান্ধব সমন্বয় করে  ঝিকঝাক ইটভাটা স্থাপন করেন। নিগুয়ারী ইউনিয়নের

১৭টি ইটভাটা ঘুরে দেখা যায় কোন ইটভাটার পরিবেশের ছাড়পত্র নেই, নেই কোন লাইসেন্স। তার মধ্যে প্রায় ৭টি ইট ভাটা যা সরকার নিষিদ্ধ ডাম চিমহি দিয়ে চলছে কাজ। এরা সকলেই লাইসেন্সবিহীনভাবে ব্যবসা করে আসছে, হয়তো কোন দৈব শক্তির জোরে ওই সকল ইটভাটায় পরিবেশ অধিদপ্তর প্রশাসন অভিযান বা জরিমানা কোনটাই করছে না।

সাধারণ মানুষ বলছে সকলেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ব্যবসা করে করতে পারলে বিবিবি ব্রিকস কেন বন্ধ হয়ে যাবে। এটা কি প্রশাসনের দিমুখো নীতি। আইন তো সকলের জন্য সমান।

ইতিপূর্বে বিবিবি ব্রিকসের নামে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করা হয়েছে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না পেয়ে ব্রিকসের মালিক মহামান্য হাইকোর্টের রিট আবেদন করেছেন, রিট পিটিশন নাম্বার ১৪৪১৫_২০২২ , যা চলমান রয়েছে। বিবিবি ব্রিকসের  মালিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সংগ্রহের জন্য সকল নিয়মকানুন মেনে আইনি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে এলাকার বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, এম এস কে ইটভাটা সিলগালা করে দেওয়া হলেও সেটি কিভাবে চলছে যেটা পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আগুন নিভিয়ে কিলিং ভেঙ্গে  বন্ধ করে দিয়ে যাই। এলাকায় নাম প্রকাশ না করার শর্তে একজন মুরুব্বী বলেন হাবিবুর রহমান মুন্সির ইটভাটা পুনরায় কেমনে চালু হলো।পরে হাবিবুর রহমান মুন্সিকে ফোন করলে তার ফোন বন্ধ দেখায়।

এলাকা ঘুরে দেখা যায় নিগুয়ারী ইউনিয়নের চামুর্থা গ্রামের ওপর দিয়ে ছোট শীলা নদ গিয়ে মিশেছে ব্রহ্মপুত্র নদে। শীলা নদের তীর ঘেঁষেই অধিকাংশ ইটভাটা গড়ে উঠেছে। একই এলাকার মধ্যে অন্য সব  ইটভাটা পুরোদমে চললেও শুধু বিবিবি ব্রিকস নামের   ব্রিকসটি বন্ধ রয়েছে। ইটভাটা গুলি নদীর তীরবর্তী এলাকায় হওয়ায় তার বিরূপ প্রভাব  কালো ধোঁয়া আশেপাশের কোন স্কুল মাদ্রাসা প্রভাবিত হচ্ছে না।এসব ইটভাটার মধ্যে কারোই জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই ।

বিবিবি ব্রিকস ইট ভাটার  মালিক দাবী করেন যে, সরকারি নিয়ম মেনেই ইটভাটা পরিচালনা করব যেহেতু আমার লাইসেন্স পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র প্রক্রিয়াধীন রয়েছে ।বর্তমানে আমার ব্রিকসের প্রায় ২০০ শ্রমিক বেকার হয়ে অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছেন সেই দিক লক্ষ্য রেখে প্রশাসনের প্রতি আকূল আবেদন দৃষ্টি গোচর করছি।গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান জানান খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ‌।

এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমাদের জানা নেই অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

আরও পড়ুন: মোজাফরপুর সাগরদীঘির ইতিকথা

রাকিবুল হাসান আহাদ

শীর্ষ সংবাদ:

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
দুর্গাপুরে বিষপানে স্কুল শিক্ষকের মৃত্যু
ফুলবাড়ীতে এসিল্যান্ডের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন চাঁদা দাবি: থানায় জিডি দায়ের
ফুলবাড়ীতে সবজির দাম উর্ধ্বমূখী রাতারাতি দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তা
ধর্মপাশায় সরকারি রাস্তার গাছ কেটে নিলো এক শিক্ষক
সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে ষ্ট্যাটাস দেয়ায় রামগঞ্জে ছাত্রলীগ নেতা বহিস্কার
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন
মসিকে ১০ কোটি টাকার সড়ক ও ড্রেনের কাজ উদ্বোধন করলেন মেয়র
কলমাকান্দায় নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ-বেত শিল্প
বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকারের জন্মদিন উদযাপন
বিশিষ্ট শিক্ষাবিদ যতীন সরকারের ৮৮তম জন্মদিন আজ
১ বিলিয়ন ডলার নিয়ে এমএলএম mtfe বন্ধ
কলমাকান্দায় পুলিশের কাছে ধরা পড়লো তিন মাদক কারবারি
আটপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নকলায় ফাঁসিতে ঝুলে নেশাগ্রস্থ কিশোরের আত্মহত্যা
বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলামের রাজনৈতিক জীবনের ইতিহাস
কলমাকান্দায় আগুনে পুড়ে ২১ দোকানঘর ছাই

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 809