রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কেন্দুয়ায় রামপুর গরুর হাট রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আসাদুল করিম মামুন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:৪৭, ১৯ জুলাই ২০২৩

আপডেট: ১৭:৫১, ১৯ জুলাই ২০২৩

কেন্দুয়ায় রামপুর গরুর হাট রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কেন্দুয়ায় রামপুর গরুর হাট রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নেত্রকোনার কেন্দুয়ায় রামপুর বাজারে অনিয়ম দুর্নীতির মাধ্যমে গোপনীয়ভাবে লিজ দেওয়ার অভিযোগ এনে গরুর বাজার রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১৯ জুলাই ) দুপুরে উপজেলার আশুজিয়া ইউনিয়নে রামপুর বাজারে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে এলাকাবাসীর ব্যানারে ইজারাদার মো. উজ্জ্বল খানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলার দলপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিম উদ্দিন ফকির বাচ্চু, আশুজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রামপুর বাজারের ইজারাদার মো.উজ্জ্বল খান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্হানীয় আওয়ামী লীগ নেতা হুমায়ুন, এখলাছ উদ্দিন প্রমুখ।

তারা বক্তব্যে বলেন, "ভূমি উপ-সহকারী কর্মকর্তা" (তহশিলদার) ও উপজেলা ভূমি অফিসের "সার্ভেয়ার" অর্থের বিনিময়ে গোপনীয় ভাবে রামপুর বাজার লিজ দিচ্ছে।

ইজারাদার উজ্জ্বল খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এ বৎসর গরুর হাট ডাকের মাধ্যমে ৪০ লক্ষ টাকা দিয়ে ইজারা এনেছি । আমি দল মত নির্বিশেষে এলাকার সকলকে নিয়ে গরু হাট রক্ষা করব পাশাপাশি তিনি গরুর বাজার ধ্বংসের হাত থেকে রক্ষা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়েরও ঘোষণা দেন তিনি।

আশুজিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. গোলাম কাদের চন্দন অনিয়ম দূর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, রামপুরের ত্বোহা-বাজারে (উন্মুক্ত) লিজ বা ইজারা উর্ধ্বতন কর্মকর্তাগণ নিয়ম মেনেই দিয়েছেন। ত্বোহা বাজারে গরু হাট দেওয়ার কোন সুযোগ নেই। এখানে অনিয়মের কিছুই নেই। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল জানান,ত্বোহা বাজার ও চান্দি ভিটার জায়গায় গরুর হাট দেয়া যায় না। গরুর হাটের জন্য নির্ধারিত জায়গা রয়েছে। নিয়ম মেনেই লিজ বা ইজারা দেওয়া হচ্ছে । ইজারাদারের দাবি অযৌক্তিক। তাই সবাইকে আইন মেনে চলার নির্দেশ প্রদান করেন তিনি।

আরও পড়ুন: কেন্দুয়ায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808