বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

আমর করব জয় সংগঠনের দ্বি-বার্ষিক কমিটি গঠন

প্রকাশিত: ০৯:২০, ২৪ জুলাই ২০২৩

আমর করব জয় সংগঠনের দ্বি-বার্ষিক কমিটি গঠন

সভাপতি প্লাবন শুভ, সম্পাদক সোহেল রানা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থা’র ৭ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে পুনরায় সংগঠনের প্রতিষ্ঠাতা প্লাবন শুভকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়।

এছাড়াও পলাশ দাস বাপ্পী সহ-সভাপতি, মিঠুন দত্ত যুগ্ম সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম কোষাধ্যক্ষ, কংকনা রায় কার্যনির্বাহী সদস্য ও শাহারিয়া আসিফ দিনার ২নং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৩ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সদস্যদের অভিষেক শেষে নতুন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেসবিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

গত ১৭ জুন সাধারণ সভার মধ্যদিয়ে সর্বসম্মতিক্রমে দ্বি-বার্ষিক (২০২৩-২০২৫ বর্ষ) মেয়াদে নবনির্বাচিত কমিটি গঠন করা হয়। পরে সভার সকলের সিদ্ধান্ত অনুযায়ী গত রবিবার (২৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে অভিষেক এর মধ্যদিয়ে নতুন কমিটি প্রকাশ করা হয়।

আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার নবগঠিত কমিটির সদস্যরা সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয়ে সমাজের ব্যাধি নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ অসহায়, দুঃখি মানুষসহ দেশ ও সমাজের উন্নয়ন, রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি, তরুণ-তরুণীদের কর্মসংস্থান গড়ে তোলার অঙ্গীকার করেন।

আ্রও পড়ুন: মনোনয়ন চাওয়া দূষের না দলে গ্রুপিং করা দূষের: অসীম কুমার উকিল


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808