
কেন্দুয়ায় ৯১ হাজার গ্রাহক, বকেয়া বিদ্যুৎ বিল ৯ কোটি টাকা
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি কেন্দুয়া জোনাল অফিসের আওতায় মোট গ্রাহক সংখ্যা ৯১ হাজার ৬৩ জন। এর মধ্যে বিল বকেয়া পড়ে আছে ৯ কোটি ২২ লাখ ১০ হাজার ৮১৬ টাকা।
কেন্দুয়া জোনাল অফিসের কার্যক্রম চলে, একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের এলাকা নিয়ে। নানা সমস্যার কারণে এই জোনাল অফিসের গ্রাহকরা নানা সুবিধা থেকেও বঞ্চিত। ১০ হাজার মিটারের চাহিদা থাকলেও মাসের পর মাস ঘুরেও মিটার পাচ্ছেন না গ্রাহকরা।
সাগুলী গ্রামের গ্রাহক আব্দুস সাত্তার জানান, একটি মিটারের জন্য মাসের পর মাস ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়েছি। পরে বিশেষ তদবিরের মাধ্যমে একটি মিটার পেয়েছি। এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের দাবি ৯ কোটি ২২ লাখ ১০ হাজার ৮১৬ টাকার বকেয়া বিলের বোঝা থাকায় মাথা উঁচু করে চলতে পারছে না নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিস।
জানা যায়, আবাসিক ৭৬ হাজার ২৩২ জন গ্রাহকের নিকট ৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার ১৯০ টাকা বকেয়া। বাণিজ্যিক ৬ হাজার ২৪০ জন গ্রাহকের মধ্যে বকেয়া পড়ে আছে ১ কোটি ১৯ লাখ ৭৩ হাজার ১২৬ টাকা। সেচ গ্রাহক ২ হাজার ৩ জনের মধ্যে বকেয়া পড়ে আছে ২ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ৮৫৯ টাকা। দাতব্য গ্রাহক সংখ্যা ১ হাজার ৩৭৫ টি। এর মধ্যে বকেয়া পড়ে আছে ১৬ লাখ ৩৬ হাজার ৯২৩ টাকা। শিল্প গ্রাহকের মধ্যে বকেয়া পড়ে আছে ৫৯ লাখ ৪৩ গাহার ৯২ টাকা। সরকারি অফিস আদালতে বকেয়া ২৪ লাখ ২৫ হাজার ৭৫০ টাকা।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের নতুন ডিজিএম মো: ওমর ফারুক জানান, বকেয়া আদায় কার্যক্রম জোরালো ভাবে শুরু হয়েছে। মাইকিং করে প্রচারের মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক ক্রাস প্রোগ্রাম শুরু হচ্ছে। তিনি বলেন, যদিও ক্রাস প্রোগ্রামে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা রয়েছে তবুও আমরা সরকারের রাজস্ব বাড়াতে মানবিক কারণে বকেয়া বিল আদায় করছি।
নাইট এবং ডে অপারেশনের মাধ্যমে অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করা হচ্ছে। তিনি বলেন, জোনাল এলাকায় এখন ২৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। আমরা এখন চাহিদা মোতাবেক বিদ্যুৎ পাচ্ছি। কিন্তু ৯ কোটি টাকা বকেয়া বিলের বিষয়টি আমাদের জন্য লজ্জাজনক।
তিনি বিল পরিশোধে সকলকে সহযোগিতার হাত বাড়াতে আহŸান জানান। তাছাড়া যারা নিয়মিত বিল পরিশোধ করেন তাদেরকেও লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরষ্কার দেওয়া হয় বলে তিনি জানান।
আরও পড়ুনঃ চট্টগ্রামে এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
সমরেন্দ্র বিশ্বশর্মা