
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১৪
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৪ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ)আঃমোতালেবকোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া সাকিনস্থ সরকার বাড়ী মসজিদের উত্তর পাশে পাকা রাস্তার উপর হইতেমাদক মামলার আসামী মোঃ ইসমাইল হোসেন (২৫) ও মোঃ উজ্জল মিয়া (৩৫)দ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ১০(দশ)পিস কথিত ইয়াবা ট্যাবেলট, মোট (১০+১০)=২০(বিশ)পিস কথিত ইয়াবা ট্যাবেলট, যাহার ওজন ০২(দুই)গ্রাম, মূল্য অনুমান ৬,০০০/-(ছয় হাজার) টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আনোয়ার হোসেন কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন গলগন্ডা এলাকা হইতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী ডাঃ শাহ আব্দুল্লাহিল মান্নান (৭৫)গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আঃ মোতালেব কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন সানকিপাড়া এলাকা হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী নাইম (২৩)কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) নূরে আলম কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন ঢোলাদিয়া সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী মোঃ বিল্লাল (২৫),। মোঃ রনি (২০), মোঃ মাসুম বিল্লাহ (৩০), মোঃ মমিন (৩০), রবিন (২৩), সুখন (৩০) ও মোঃ কামরুল দের গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) হুমায়ুন কবির কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন কেওয়াটখালী ওয়াবদার মোড় সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী মোঃ আকবর হোসেন (৪৫)কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এএসআই (নিঃ) ফরহাদ উদ্দিন ও এএসআই(নিঃ)বিল্লাল হোসেন প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি সিআর সাজা ও ০১টি জিআর বডি তামিল করেন। তারা হলেন, বাবুল মজুমদার ও মোঃ শামীম (৩০) । প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
আরও পড়ুন: ইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু