দুর্গাপুরে সংখ্যালঘুদের বাড়ি ও মন্দির পাহারায় বিএনপির নেতাকর্মীরা
নেত্রকোনার দুর্গাপুরের সংখ্যালঘুরা নিরাপদে রয়েছেন এবং পাশাপাশি তাদের মন্দিরগুলো নিরাপদে রয়েছে।
সম্প্রতি শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশব্যাপী ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটলেও দুর্গাপুরের সংখ্যালঘুরা নিরাপদে রয়েছেন।
শুক্রবার (৯ আগষ্ট) সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত উপজেলার কোনো মন্দিরে ভাঙচুর হয়নি বলে জানিয়েছে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন। যাতে দলীয় নেতাকর্মীদের দ্বারা কোনো মানুষ নির্যাতিত না হয়।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, সজাগ থাকতে হবে, কোনো ধর্মীয় সংখ্যালঘুর বাড়িঘরে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও কোনো মন্দিরে যাতে কেউ অগ্নিসংযোগসহ কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে।
তিনি উপজেলার সব মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদের।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। তিনি আরো বলেন, যেসকল মন্দির ঝুঁকিপূর্ণ রয়েছে, সেখানে বিএনপির নেতাকর্মীরা পাহাড়া দিচ্ছেন বলেও তিনি জানান।
আরও পড়ুনঃ
কলি হাসান