কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত তাজুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন তিনি।
তাজুল ইসলাম উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের সহিলাটি গ্রামের মৃত জম্মত আলীর ছেলে।
রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান তাজুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত একই গ্রামের লেহাজ উদ্দিনের সাথে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল তাজুল ইসলামের। এরই জেরে সোমবার (১৬ সেপ্টেম্বর) লেহাজ উদ্দিনের লোকজন তাজুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। এঘটনা দেখে তার মেয়ে হেনা আক্তার ও স্ত্রী মরিয়ম আক্তার এগিয়ে আসলে তাদেরকে ও মারধর করে প্রতিপক্ষের লোকজন।
পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের লোকজন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের মধ্যে তাজুল ইসলামের অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। পরে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কেন্দুয়া থানার উপপরিদর্শক মিজানুর রহমান আকন্দ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা আছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুনঃ র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার