
সুদের টাকা না পেয়ে বসতঘর ভেঙে নেওয়ার অভিযোগ
সুদের টাকা না পেয়ে হিরন মিয়া নামে একজনের বসতঘর ভেঙে নেওয়া হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর ঘরটি ভেঙে নেন মহাজন আরিফুল ইসলাম। ঘটনাটি ঘটেছে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের পাথাইরকোনা গ্রামে। তবে এ ঘটনায় ছয় দিনেও মামলা নেয়নি পুলিশ।
জানা গেছে, পাথাইরকোনা গ্রামের হিরন মিয়া ২০ শতাংশ সুদে একই গ্রামের আরিফুল ইসলামের কাছ থেকে ৪০ হাজার টাকা নেন। বহুদিন সুদ দেওয়ার পর ২৪ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ১৬ হাজার টাকা পরিশোধের জন্য হিরনকে চাপ দিয়ে আসছিলেন আরিফুল। এই টাকা ছাড়াও অন্যান্য ঋণের চাপে মা হামিদা আক্তারকে ঘরে রেখে স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র চলে যান হিরন। এরই মধ্যে গত ১৭ সেপ্টেম্বর সকালে হিরনের দোচালা টিনের ঘর ভেঙে নেন আরিফুল। তাঁর সঙ্গে ঘর ভাঙতে যান রঞ্জু মিয়া, বাবুল মিয়া, শিপুল মিয়া, শিরিন আক্তার ও কাঠমিস্ত্রি শাহজাহান মিয়া।
শুক্রবার সরেজমিন গেলে হামিদা আক্তার বলেন, ‘আমি ঘরেই ছিলাম। ঘর ভাঙার সময় আরিফুলকে আমার ছেলে হিরন মিয়ার বসতঘর না ভাঙার জন্য অনেক অনুরোধ করেছি। কিন্তু আমাকে ঘর থেকে জোর করে বের করে দিয়ে ঘরটি ভেঙে নিয়ে গেছে। এ ঘটনার বিচার চাই।’
গ্রামের বাসিন্দা লাল মিয়া বলেন, ‘পাখির বাসাও ভাঙে না মানুষ। কিন্তু ঋণের টাকার জন্য হিরনের বসতঘরটি ভেঙে নিয়ে গেছে আরিফুল। এই কথা শুনে খুব কষ্ট পেয়েছি। এই বৃদ্ধ বয়সে কী আর করতে পারি। তবে এই ঘটনার বিচার হওয়া দরকার।’
স্থানীয় ইউপি সদস্য রাসেল মিয়ার ভাষ্য, কোনো পক্ষই তাকে ঘটনাটি জানায়নি। তবে শুনেছেন সুদের টাকা দিতে না পারায় আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি হিরনের বসতঘর ভেঙে নিয়েছেন। তিনিও তদন্তের মাধ্যমে এই ঘটনার বিচার চান।
হিরনের ভাই রুবেল মিয়ার অভিযোগ, আরিফুলসহ যারা তার ভাইয়ের ঘর ভেঙে নিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দিলেও এখনও থানায় মামলা হয়নি।
তবে সুদের টাকার জন্য ঘর ভেঙে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আরিফুল ইসলাম। তাঁর দাবি, তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়েছিলেন রুবেল মিয়া। তিনি টাকা ফেরত দিতে না পেরে ৪০ হাজার টাকা মূল্য ধরে তাঁর বসতঘরটি বিক্রি করেছেন।
কেন্দুয়া পেমই তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, মামলা নেওয়া হচ্ছে না এ কথা ঠিক নয়। আরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। তদন্তে যা বেরিয়ে আসবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নেত্রকোনায় ৪ মামলায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর