
কেন্দুয়ায় শত কবির মিলনমেলা ও গুণীজন সম্মাননা প্রদান
নেত্রকোনার কেন্দুয়ায় ঐতিহ্যবাহী গোগবাজারে চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী শত কবির মিলনমেলা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুতি-সাইডুলী ও পাটেশ্বরী নদীর ত্রিমোহনায় অনুষ্ঠিত এ আয়োজনে ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনার শতাধিক কবি, সাহিত্যিক ও গুণীজন অংশগ্রহণ করেন।
সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার এ মিলনমেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “কবিতা এবং সাহিত্যের মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা এবং বাউল গীতিকার রফিকুল হাসান ভাঙারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছড়াকার ও সাংবাদিক রহমান জীবন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
সভায় অন্যান্য আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক অধ্যাপক ননী গোপাল সরকার, ব্রহ্মপুত্র নদীরক্ষা আন্দোলনের সমন্বয়ক কবি আবুল কালাম আল আজাদ, প্রবীণ সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান এবং লেখক রাখাল বিশ্বাস। বক্তারা সাহিত্যের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শতাধিক কবি তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় গুণীজন সম্মাননা প্রদান। কেন্দুয়ার প্রখ্যাত বাউল কবি সুনিল কর্মকার, দেশবরেণ্য লোকশিল্পী আব্দুল কুদ্দুছ বয়াতী এবং বাউল কবি আব্দুস সালাম সরকারকে এ সম্মাননা প্রদান করা হয়।
রাতব্যাপী বাউল গানের পরিবেশনা ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। বিভিন্ন বাউল শিল্পীদের সুরের মূর্ছনায় অনুষ্ঠানটি আনন্দমুখর হয়ে ওঠে। আয়োজক কমিটি ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ আয়োজন স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ