কেন্দুয়ায় বিভিন্ন স্থানে হামলা ভাংচুর আগুন লুটপাট অব্যাহত
কেন্দুয়া উপজেলার আওয়ামীলীগ নেতাকর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুবৃত্তরা গত ৫ আগস্ট সন্ধ্যায় নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়াস্থ বসত বাড়িটি হামলা ভাংচুর করে আগুনে পুড়িয়ে দেয়।
এছাড়া মাসকা ইউনিয়নের চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম বাঙালীর বসত বাড়িতেও হামলা ভাংচুর করে। রক্ষা পায়নি কেন্দুয়া থানা ভবনও।
কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা জানান, অসীম কুমার উকিলে বাসভবন ছাড়াও দুবৃত্তরা কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস ব্যানার্জির পৌরশহরের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করে। তারা কেন্দুয়া থানা ভবন ভাংচুর ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ম্যুরাল ও বিভিন্ন নামপলক ভেঙ্গে ফেলে।
মঙ্গলবার রাতে গগডা গ্রামের এক গ্রাম পুলিশের বাড়ির পরিবারের অন্যন্যদের চারপাঁচটি ঘর ভাংচুর করে আগুনে পুড়িয়ে দেয়। বুধবার বিকালে বলাইশিমুল আশ্রায়ন প্রকল্পের ঘর ভেঙ্গে কিছু টিন নিয়ে যায় দুবৃত্তরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, সব ঘটনা তদন্ত করে সত্য প্রমাণিত হলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। কোনো মতেই দুবৃত্তদেরকে ছাড় দেওয়া হবে না। তবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন ভূঞা দুলাল ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী নেতা কর্মীদের নিয়ে পৃথক পৃথক সভা করে এসবের তীব্র নিন্দ ও প্রতিবাদ জানান এবং এ ঘটনার সাথে জড়িতদের বিএনপি ও তার অঙ্গসংগঠনের কোন নেতাকর্মীর সম্পর্ক নেই বলে দাবী করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা নিজেরাই তো হামলার শিকার হয়েছি। তবে এসব অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: শুক্র ও শনিবার দিনে ইন্টারনেট ফ্রি করে দিল গ্রামীণফোন