শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

গৌরীপুরে উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ২১:৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৩

গৌরীপুরে উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা

গৌরীপুরে উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে উচ্চ রক্তচাপ চাপ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সভা কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় সারভিলেন্স মেডিকেল অফিসার ডা আব্বাস ইবনে করিম।

উদ্বোধনী বক্তব্যে ডা ইকবাল আহমেদ নাসের বলেন- উচ্চ রক্ত চাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগিদের সুবিধার্থে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনসিডি কর্ণার স্থাপন করা হয়েছে। উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের আগত রোগীদের মধ্যে সম্ভাব্য উচ্চ রক্ত চাপ ও ডায়াবেটিস রোগীদের এনসিডি কর্ণারে রেফার করা জন্য তিনি সিএইচসিপিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ (সিএইচসিপি) অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন: প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলো ‘আমরা করব জয়’