
শ্রীনগরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কোলাপাড়া আলহাজ মমিন আলীর বাড়িতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মমিন আলী, শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রাহাদুল ইসলাম ভূঁইয়া রিপন,
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ সেলিম হোসেন খান, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান, উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, বিএনপি নেতা মুনসুর আলী মাঝি, মতিউর রহমান মতিন, হাজী এনায়েত হোসেন মৃধা, আবুল হোসেন তালুকদার, দিদারুল ইসলাম অভি, আরমান হোসেন লিমন প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
আরও পড়ুন: রামগঞ্জে কৃষকের ফল গাছ ও সবজির বাগান কেটে ফেলার অভিযোগ