বুধবার ৩১ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০

সাঁথিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

প্রকাশিত: ১৭:৫০, ২৫ মে ২০২৩

আপডেট: ১৭:৫১, ২৫ মে ২০২৩

সাঁথিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

সাঁথিয়ায় দুই ট্রাকের মুখোমুঘি সংঘর্ষে চালকের সহকারী নিহত

পাবনার সাঁথিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী বাবু (৫৪) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) ভোর রাত সাড়ে ৪টার  দিকে উপজেলার ঢাকা পাবনা মহাসড়কের মাধপুর হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত বাবু নাটোর বড়াইগ্রাম এলাকার কাশেমের ছেলে। 

মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে পাবনাগামী রড বোঝাই ট্রাকের সাথে পাবনা থেকে কাশিনাথপুরগামী ভুসি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই রড বোঝাই ট্রাকের হেলপার বাবু নিহত হন। অপর ট্রাকের চালক আ: লতিফ ও হেলপার তুহিন আহত হয়েছে। পাবনা ফায়ার সার্ভিসের সহযোগীতায় রাস্তা থেকে ট্রাক অপসারন করা হয়েছে। নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর ও থানায় মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: কাজীরহাটে জনকল্যাণে বিনামূল্যে বালু বিতরণ