সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার
সিলেট মহানগর আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক বক্স লিপন (৫০) কে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল অদ্য ১৫ অক্টোবর ২০২৪ ইং তারিখ অনুমানিক দুপুর ১৪:০৫ ঘটিকায় এসএমপি সিলেট কোতয়ালী থানার মিরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলা (দক্ষিণ সুরমা থানার এফআইআর নং-০৫/১৩৮ তারিখঃ ২৩ আগস্ট ২০২৪ খ্রিঃ, ধারা: ১৪৩ /১৪৭ /১৪৯ /৩২৪ /৩২৬ /৩০৭ /৩০২ /৩৪ পেনাল কোড ১৮৬০;) এর পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সিলেট মহানগর আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক বক্স লিপন (৫০), পিতা- মৃত তসলিম বক্স, থানা-কোতয়ালী, জেলা-সিলেট।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি, সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
র্যাব-৯/সিলেট