** বিজ্ঞাপনের ধরন অনুযায়ী তার মূল্য বাবদ সমুদয় অর্থ অগ্রিম পরিশোধ সাপেক্ষে বিজ্ঞাপন প্রকাশ করা হবে।
** বিজ্ঞাপনের মূল্য তালিকা যে কোন সময় পরিবর্তন হতে পারে, তবে যে সময়ের জন্য গ্রাহক পরিশোধ করেছেন, সে সময়ের জন্য তাকে আর অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে না।
** আমরা দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে বিজ্ঞাপন প্রচার করে থাকি ।
** জাতীয় দুর্যোগ যেমন ফাইবার অপটিক ক্যাবলে ত্রুটি ইত্যাদি যেকোন জাতীয় দুর্যোগে দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে ‘দুর্জয় বাংলা’ কর্তৃপক্ষ দায়ীথাকবে না ।
** কোন পূর্ব ঘোষণা দিয়ে বা না দিয়ে ‘দুর্জয় বাংলা' কর্তৃপক্ষ এই শর্ত সমূহের যে কোনটি যে কোন সময় পরিবর্তন, পরিমার্জন বা পরিবর্ধনের সম্পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে।
** সকল বিজ্ঞাপনের মূল্য বিজ্ঞাপন প্রকাশের আগে অগ্রিম প্রদান করতে হবে।
** বিজ্ঞাপন হিসাবে যে কোন বিজ্ঞাপন সংশ্লিষ্ট ডিজাইন, ছবি, লেখা, ফ্লাশ ব্যানার অথবা বিজ্ঞাপনের জন্য নির্মিত ভিডিও বিজ্ঞাপন হিসাবে প্রচার করা যাবে।
** বিজ্ঞাপন হিসাবে প্রকাশিত বিজ্ঞাপন সংশ্লিষ্ট ছবি, লেখা, ফ্লাশ ব্যানার অথবা বিজ্ঞাপনের জন্য নির্মিত ভিডিও অবশ্যই বিজ্ঞাপনদাতাকে সরবরাহ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: আশরাফুল আলম
১৫০০/১১, সমশের নগর, বনোয়াপাড়া, নেত্রকোণা।
ফোন: +8801714506362
ই-মেইল: durjoybangla24@gmail.com