ময়মনসিংহ প্রেসক্লাব কেন pressman for pressclub হচ্ছে না? এর রহস্য উদঘাটন করা প্রয়োজন। অলাভজনক প্রতিষ্ঠান যখন লাভজনক হয়ে গড়ে উঠে। প্রতিষ্ঠান এর কর্তাব্যক্তিরা যখন দুর্নীতি অনিয়মের সিঁড়ি বেয়ে অনেক উপড়ে উঠার সুযোগ পেয়ে যায় তখন নিজ পেশার সহকর্মীদের অধিকার তো দুরের কথা প্রাপ্য সম্মান মর্যাদাটুকু হরণ করে বলা হয় এরা কি সাংবাদিক?