সেই ব্রিটিশ আমল থেকে যুগে যুগে কৃষি জমি রক্ষা নিয়ে আন্দোলন সংগ্রাম চললেও থেমে নেই কৃষি জমির অপব্যবহার। মানবসভ্যতার শুরু হয় এই কৃষি জমি থেকেই। বিশেষজ্ঞদের মতেও কৃষি জমির সঙ্কট একটি প্রাগৈতিহাসিক ব্যাপার। সময়ে সময়ে কৃষকদের লড়াইয়ের দিক পরিবর্তন হয় মাত্র।