
মধ্যনগরে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম অজয় বর্মন। তিনি দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের সানুয়া গ্রামের মৃত রামানন্দ বর্মনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (৯ জুন) মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমানের নির্দেশনায় এসআই ইউসুফ মিয়ার নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালায়। অভিযানে সানুয়া গ্রামে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও নারী-শিশু নির্যাতনের মতো সংবেদনশীল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১০
সুরঞ্জন তালুকদার