
জয়া আহসান। ছবি: সংগৃহীত
এবারের ঈদে রূপালি পর্দায় আলো ছড়াচ্ছেন গুণী অভিনেত্রী জয়া আহসান। একসঙ্গে মুক্তি পেয়েছে তাঁর দুটি ভিন্ন স্বাদের ছবি—রায়হান রাফীর ‘তাণ্ডব’ এবং তানিম নূরের ‘উৎসব’। ঈদের প্রথম দিন থেকেই তিনি দর্শকদের সঙ্গে সিনেমা হলে ছুটে চলেছেন, যেন নিজ চোখেই দেখতে চান সিনেমা ও দর্শকের সেই হৃদয়ের সংযোগ।
‘তাণ্ডব’ প্রচারে গিয়ে জয়া বলেন, “ঈদে কোনো সিনেমা মুক্তি পেলে, তার চারপাশে একটা আলাদা আবহ তৈরি হয়। ঈদের সকাল থেকেই মানুষ খবর নেয়, হলে ভিড় কেমন, সিনেমার সাড়া কেমন। শুনেছি, ‘তাণ্ডব’ দেখতে হলে সকাল থেকেই উপচে পড়া ভিড়। দর্শকের এমন উচ্ছ্বাসই তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বড় পাওয়া।”
দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জয়া। ‘তাণ্ডব’-এ তিনি এক সাহসী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। সঙ্গে রয়েছেন আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, এজাজুল ইসলাম, সুমন আনোয়ার ও মুকিত জাকারিয়ার মতো অভিজ্ঞ শিল্পীরা।
দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে জয়া বলেন, “আমি নিজেই দর্শকদের সঙ্গে হলে বসে সিনেমা দেখেছি। একজন দর্শক হিসেবে বলতে পারি, পুরো টাকাটাই উসুল! যখন চারদিক থেকে হাততালি আর শিস শুনছিলাম, তখনই বুঝে গেছি—‘তাণ্ডব’ মানুষের হৃদয়ে পৌঁছে গেছে।”
তিনি আরও বলেন, “ছবিটির সবচেয়ে বড় শক্তি এর গল্প। আমাদের টিম ছিল দারুণ। ক্যামেরার সামনে-পেছনে সবাই মনের আনন্দে কাজ করেছে। এখন দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি, তাতেই মন ভরে যাচ্ছে।”
অন্যদিকে, ‘উৎসব’ নিয়েও সমান ব্যস্ত জয়া আহসান। দর্শকদের সঙ্গে হলে গিয়ে ছবিটি দেখেছেন, কথা বলেছেন, শুনেছেন তাদের মতামতও।
জয়া বলেন, “ছবি দেখে অনেকেই বলছেন—‘উৎসব’ এমন একটি সিনেমা, যা মানুষের মনে অনেক দিন থাকবে। এই ছবির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এর অভিনয়শিল্পীদের একত্রিত করা। আমি তো দেশ-বিদেশে ছুটে বেড়াই, চঞ্চল ব্যস্ত একজন মানুষ। অপিও তেমনই—যতক্ষণ না কাজ পছন্দ হয়, ততক্ষণ তিনি রাজি হন না। এতগুলো আলাদা ধরনের শিল্পীকে একসঙ্গে এনে কাজ করানো শুধুই পরিচালকের মুন্সিয়ানায় সম্ভব হয়েছে। আমার বিশ্বাস, এই সিনেমা দীর্ঘ পথ চলবে।”
একটু হেসে জয়া বলেন, “মজার ব্যাপার হচ্ছে, আমি নিজেই একদিন হলে গিয়ে ‘উৎসব’-এর টিকিট পাইনি! ভাবতেই লজ্জা লাগে। আশা করি, ভবিষ্যতে দর্শকদের জন্য টিকিট পাওয়া আরও সহজ হবে।”
এই ঈদে জয়া আহসান যেন দুই ভিন্ন জগতের প্রতিনিধি। ‘তাণ্ডব’-এ তিনি অ্যাকশনের তীব্রতায় দাপিয়ে বেড়াচ্ছেন, আর ‘উৎসব’-এ শিল্পের সূক্ষ্ম অনুভবে ছুঁয়ে যাচ্ছেন মন। দুই চরিত্রেই তিনি রেখে যাচ্ছেন নিজস্ব স্বাক্ষর, অনবদ্য উপস্থিতি।
এই ঈদে যদি কোথাও ‘তাণ্ডব’ চলছে, তবে পাশের হলে জমে উঠছে ‘উৎসব’। আর এই দুই পর্দার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জয়া আহসান—অভিনয়ের তাণ্ডব আর শিল্পের উৎসবে মুগ্ধ করে চলেছেন বাংলা চলচ্চিত্রপ্রেমীদের।
আরও পড়ুন: কে দিল পিরিতের বেড়া লিচুরও বাগানে
দুর্জয় বাংলা