
আমি অনেক আগেই জীবনকে নিয়মের মধ্যে নিয়ে এসেছি: রুনা লায়লা
বরেণ্য কণ্ঠশিল্পী ও সুরকার রুনা লায়লা আজ তাঁর ৭৩ তম জন্মদিন উদযাপন করছেন। দীর্ঘ ৬০ বছরের সংগীতজীবনে এক উজ্জ্বল ইতিহাস তৈরি করা এই শিল্পী জানালেন, তাঁর গান ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন। দৈনিক সমকালের পক্ষ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়, এবং তিনি সবাইকে তার জন্য দোয়া করতে অনুরোধ করেন যাতে আগামী দিনগুলো আনন্দময় হয় এবং আরও সুন্দর গান শ্রোতাদের উপহার দিতে পারেন।
আজকের দিনটি কেমন কাটবে, জানতে চাইলে রুনা লায়লা জানান, জন্মদিন উদযাপন তাঁর জন্য একটি সাধারণ বিষয়। তিনি গত বছর কলকাতায় ছিলেন, এবং এ বছরেও বিশেষভাবে বন্ধু-বান্ধব ও সহকর্মীরা তাঁর সঙ্গে থাকবেন বলে আশা করছেন। তিনি বলেন, "জন্মদিনে ফোনে শুভেচ্ছা জানান শুভাকাঙ্ক্ষীরা, বিশেষত ফেসবুকে সবার মিষ্টি মিষ্টি কথাগুলো মন দিয়ে পড়ি।"
রুনা লায়লা আরও জানান, তাঁর বয়সের পরিবর্তন নয়, মনের তারুণ্যটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তিনি সব সময় বিশ্বাস করেন, "মানুষের দেহের বয়স বাড়ে, কিন্তু মনের বয়স কখনও বাড়তে দেওয়া উচিত নয়।"
জন্মদিনে তিনি স্মরণ করেন তাঁর বাবা-মা ও বড় বোনকে, যাদের আর জীবিত নেই। তবে যাঁরা আছেন, তাঁদের নিয়ে ভালো থাকাটাকেই তিনি গুরুত্ব দেন। তাঁর জীবনে গানের পাশাপাশি পরিবারের গুরুত্ব অপরিসীম।
এদিকে, সংগীতজীবনের ৬০ বছর পার করার প্রসঙ্গে তিনি জানান, এতগুলো বছর গানের সঙ্গে কাটানো তাঁর কাছে অনেকটা সময়ের মতো মনে হয় না। তিনি বলেন, "এটা মহান আল্লাহর রহমত, বাবা-মায়ের সহযোগিতা, গুরুদের আশীর্বাদ, এবং শ্রোতাদের ভালোবাসায় সম্ভব হয়েছে।" তিনি তাঁর শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁদের ভালোবাসা তাঁকে সারাজীবন গান করতে অনুপ্রাণিত করেছে।
একই সঙ্গে, তাঁর দীর্ঘসময় ধরে গায়কী ধরে রাখার রহস্যও তিনি ভাগ করেছেন। রুনা লায়লা জানান, জীবনকে তিনি ডিসিপ্লিনের মধ্যে রেখেছেন, শুধুমাত্র নিয়মিত রেওয়াজ নয়, জীবনপ্রণালি, খাদ্যাভ্যাস, শরীরের যত্ন, মানসিক স্বাস্থ্য সবকিছুই তাঁর জন্য গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, একজন শিল্পীকে দীর্ঘকাল ধরে তাঁর শিল্পজীবন বজায় রাখতে হলে তার চারপাশ সুস্থ ও সুন্দর রাখতে হয়, এবং পজিটিভ চিন্তাভাবনা ও এনার্জি খুব জরুরি।
নতুন গানের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, "গান নিয়েই আমার সারাবেলার ভাবনা। বেশ কিছু নতুন গান আসছে, যেমন সাদেক আলীর সুরে দুটি গান ইতোমধ্যে বেতারে প্রচারিত হয়েছে। আমি সুরকার হিসেবেও কাজ করে যাচ্ছি এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য কিছু গান তৈরি করেছি।"
রুনা লায়লা তাঁর সুরে ও কণ্ঠে আরও অনেক নতুন গান শোনাতে ইচ্ছুক, এবং সুরকার হিসেবে তার কাজও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেলসহ ৯ জন আহত