
কেন্দুয়ায় তুচ্ছ ঘটনায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২
নেত্রকোনার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১২ জনের মত লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তার মধ্যে গুরুতর আহত ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
তারা হলেন-মামুদপুর গ্রামের রাকিব (২২), আজহারুল (৪৫),খোকন মিয়া (৪৫), নজরুল (৫০), সাকিল (১৮), রাজিব (২২), মুখলেছ (৪০)। এ ছাড়া চিকিৎসা নেন আহত টিপন মিয়া (৩২) এবং ঝগড়া থামাতে গিয়ে আহত হারুলিয়া গ্রামের হেলাল মিয়া (৪৮)।
ঘটনাটি ঘটেছে সোমবার (৯ জুন) বিকালে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। কেন্দুয়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ূম জানান, ঈদের আগের দিন মামুদপুর বাজারের দোকানে বসাকে কেন্দ্র করে ঝগড়া হয়।
পরে স্থানিয়রা মিমাংসা করে দেন। এর মধ্যে সোমবার রুবেল নামে একজনকে মারপিট করলে একই গ্রামের যুবকদের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ১০/১২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। অপরদিকে গ্রামবাসিদের মধ্যে কয়েকজন জানান, কয়েক দিন আগে নল্লা গ্রামে এক অটোচালককে মামুদপুর গ্রামের বাজারের এক দোকানদার মারধর করেন।
এ ঘটনা স্থানিয়রা মিমাংসা করতে গিয়ে অটোচালককে ১০ হাজার টাকা জরিমানা দিতে হয়। উক্ত টাকা মামুদপুর বাজারের দোকানদারদের সমিতির তহবিল থেকে কেন দেওয়া হলো এই নিয়ে গ্রামের কিছু লোক প্রতিবাদ করেন। এরই জের ধরে মামুদপুর গ্রামের লোকজনদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: বারহাট্টায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৭
রাখাল বিশ্বাস