
কেন্দুয়ায় বিষ প্রয়োগে ২৫০ হাঁস মেরে ফেলার অভিযোগ, মামলা দায়ের
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে ২৫০টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাঁসের মালিক মো. সিরাজ মিয়া বাদী হয়ে কেন্দুয়া থানায় ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ জুন বাদী সিরাজ মিয়ার নাতির সঙ্গে অভিযুক্তদের বাচ্চাদের ঝগড়া হয়। এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার (৭ জুন) দুপুর ১টার দিকে ঈদুল আজহার দিন পরিকল্পিতভাবে অভিযুক্ত বজলু মিয়া, ফজলুর রহমানসহ ৭ জন ধানের সঙ্গে বিষ মিশিয়ে খামারে থাকা হাঁসগুলোকে খাইয়ে দেয়। এতে হাঁসগুলো মারা যায়। সিরাজ মিয়া ও তার পুত্র অভিযুক্তদের পাটক্ষেত দিয়ে পালিয়ে যেতে দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী হাঁস খামারি মো. সিরাজ মিয়া (৬০) জানান, তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তেঁতুলিয়া কবরস্থানের পাশে তার হাঁসের খামারটি অবস্থিত। তিনি ৩০-৩৫ বছর ধরে এই খামারের মাধ্যমেই জীবিকা নির্বাহ করে আসছেন। এই ঘটনায় তার প্রায় ১ লাখ ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। সিরাজ মিয়া প্রশাসনের সুদৃষ্টি কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার দাবি করেছেন।
কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম জানান, লিখিত অভিযোগ পেয়ে তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাখাল বিশ্বাস