
প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ এক ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। ঘরের মাঠে এই জয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কোচ কার্লো আনচেলত্তির ৬৬তম জন্মদিনে, যেখানে তার শিষ্যরা উপহার দিয়েছে একটি দারুণ পারফরম্যান্স।
ইকুয়েডরের বিপক্ষে আগের ম্যাচে কিছুটা অনিশ্চিত ফুটবল খেললেও, প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল মাঠে নেমেছিল পুরোপুরি আত্মবিশ্বাসী এবং আক্রমণাত্মক ছন্দে। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও মাতেউস কুনিয়াদের সমন্বয়ে গঠিত আক্রমণভাগ এই ম্যাচে আনচেলত্তির পরিকল্পনার বাস্তব রূপই তুলে ধরেছে।
ম্যাচে ব্রাজিল ৭৩ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল এবং মোট ১১টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল সরাসরি লক্ষ্যে। শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে খেলে ব্রাজিল। ম্যাচের ৪৪ মিনিটে আসে একমাত্র গোলটি। রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে কুনিয়া নিখুঁত পাস দেন, যা দারুণ ফিনিশিংয়ে জালে পাঠান ভিনিসিয়ুস জুনিয়র।
এই জয়ের ফলে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ব্রাজিল এখন দ্বিতীয় স্থানে রয়েছে এবং নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট।
কোচ আনচেলত্তির কৌশল, খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স এবং ঘরের মাঠে সমর্থকদের সমর্থন—সব মিলিয়ে এটি ছিল এক স্মরণীয় রাত ব্রাজিলিয়ান ফুটবলের জন্য।
আরও পড়ুন: কেন্দুয়ায় প্রতিপক্ষের বাড়িতে হামলায় নিহত ১, আহত ২০
দুর্জয় বাংলা